বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, না গৃহবন্দি নাকি তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়টি জানতে চায় বিএনপি। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি এ্যাড: আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে সাক্ষাত করে এব্যাপারে সঠিক তথ্য জানতে চায় বিএনপির সংসদীয় প্রতিনিধিদল। বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদলে এসময় উপস্থিত ছিলেন। । তারা বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় জয়নাল আবেদীন ফারুক খালেদা জিয়ার সাথে দলের নেতাকর্মীদের সাক্ষাত রতে দেয়া হচ্ছে না বলে রাষ্ট্রপতিকে অভিযোগ করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, একজন সংসদ সদস্য গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে গেলে তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এ অবস্থায় খালেদা জিয়ার সাথে কাউকে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। একজন বিরোধীদলীয় নেতার সাথে সরকারের এমন আচরন নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চান বিএনপির এমপিরা।বিরোধীদলীয় চীফ হুইপ এসময় রাষ্ট্রপতিকে ১০ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার অনুরোধ জানান। কিন্তু রাষ্ট্রপতি এব্যাপারে অপারগতা প্রকাশ করেন।
তিনি রাষ্ট্রপতিকে জানান, একজন সংসদ সদস্য গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে গেলে তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এ অবস্থায় খালেদা জিয়ার সাথে কাউকে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। একজন বিরোধীদলীয় নেতার সাথে সরকারের এমন আচরন নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চান বিএনপির এমপিরা।বিরোধীদলীয় চীফ হুইপ এসময় রাষ্ট্রপতিকে ১০ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার অনুরোধ জানান।