সম্মানীত পরিচালকবৃন্দ,
সম্প্রতি সরকার শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো (এমপিও নীতিমালা ২০২১) আংশিক সংশোধন করায় শর্টকোর্স পরিবারের এডভান্সড সার্টিফিকেট সীমিত পরিসরে হলেও স্বীকৃত হয়েছে। এই বিষয়টিকে উপলক্ষ্য করে আমাদের মধ্যে বিভেদের বাতাবরণ তৈরীর চেষ্টা চলছে। আবার অনেকেই না বুঝে বিভ্রান্তিকর মন্তব্য করছেন।
সংগত কারণেই এ বিষয়ে বিটিএসডি ফোরামের বক্তব্য স্পষ্ট করা দরকার।
১। বিটিএসডি ফোরাম সমগ্র শর্টকোর্স পরিবারের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন।
২। আমরা কোরোনার শুরু থেকেই অন্যান্য তাৎক্ষণিক দাবী-দাওয়ার পাশাপাশি বেসিক ও এডভান্সড উভয় কোর্স সনদের গ্রহণযোগ্যতার স্বীকৃতির জন্য লড়েছিলাম, এখনও লড়ছি এবং আগামীতেও লড়বো।
৩। শর্টকোর্স পরিবারের একটি বড় অংশ ইতোমধ্যে এডভান্সড সার্টিফিকেট কোর্স পরিচালনার উপযোগী অবকাঠামোসহ অন্যান্য শর্ত পূরণে স্বক্ষম।
তাই অনতিবিলম্বে এডভান্সড কোর্স প্রাপ্তির আবেদনের ওপর অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
৪। নীতিমালা সংশোধন করে জেলা কোটা, এফডিআর, জনসংখ্যা, পরিচালক, প্রশিক্ষক যোগ্যতা ইত্যাদির মতো শর্ত সমূহ শিথিল করে নূন্যতম মাত্রায় আনতে হবে।
৫। এডভান্সড সার্টিফকেট কোর্সের ট্রেড সংখ্যা বাড়িয়ে ক) ফিজিক্যাল এডুকেশন, খ) লাইব্রেরী ও তথ্য বিজ্ঞান ইত্যাদিসহ আজকের যুগোপযোগী ট্রেড সংযুক্ত করতে হবে।
৬। শর্টকোর্স পরিবারের সকল সিলেবাস আপডেট করে প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য বাকাশিবো’র সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
৭। করোনা ও লকডাউন পরবর্তী সময়ে সকল ক্ষতি পুশিয়ে নিয়ে প্রতিষ্ঠান সমূহ যাতে স্বাভাবিক নিয়মে চালুকরা যায়, সে জন্য প্রযোজ্য ক্ষেত্রে প্রনোদোনাসহ আর্থিক অনুদানের জন্য সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।
——————-
## এ সকল বিষয় নিয়ে আপনাদের খোলামেলা মতামত প্রত্যাশা করছি।
## স্বল্পতম সময়ের মধ্যে আপনাদের ডিজিটাল সংযুক্তির মাধ্যমে একটি মতবিনিময় সভায় (জুম সভা) আপনাদের মতামত প্রত্যাশা করি।
## আমাদের ফেজবুক পেজঃ
https://facebook.com/btsdforum
ইমেইলঃ
btsdf.bd@gmail.com
ওয়েব সাইটঃ
www.btsdf.org

22
Apr