শিক্ষা যেমন মানুষের জ্ঞানচক্ষু খুলে দেয়, প্রশিক্ষণও একইভাবে মানুষের কর্মজীবনে চলার পথকে মশ্রিণ করে। শিক্ষিত বেকারদের কর্মজীবনে প্রবেশ কিম্বা স্বকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতেই আমাদের কম্পিউটার প্রশিক্ষণের মূল লক্ষ্য। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমাদের পাশে দাঁড়িয়েছে। বিগত ২০০৩ সালে বাকাশিবো’র শর্ট কোর্স পরিবারের একটি ট্রেডের অনুমোদন নিয়ে বিশেষ প্রমিতকরণ প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়।
ইতোমধ্যে সকাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বাকাশিবো অনুমোদিত ২ টি এডভান্সড সার্টিফিকেট কোর্স, ৭ টি বেসিক ট্রেড কোর্স এবং ২ টি ননফরমাল কোর্স মিলিয়ে সর্বমোট ১১(এগারো) টি কোর্স পরিচালনা করা হচ্ছে।
ক) এক বছর মেয়াদী এডভান্সড সার্টিফিকেট কোর্সঃ
এডভান্সড সার্টিফিকেট কোর্সঃ
ক্রমিক | কোর্স কোড | কোর্সের নাম | ডিউরেশন | কোর্স ফি |
---|---|---|---|---|
১ | ২১ | ফাইন আর্টস টেকনোলজী (ACC FA) | ১ (এক) বছর | ২৯,০০০.০০ টাকা |
২ | ২২ | কম্পিউটার টেকনোলজী (ACC CT) | ১ (এক) বছর | ২৫,০০০.০০ টাকা |
খ) জাতীয় দক্ষতা মান বেসিক (৩৬০ ঘন্টা) ট্রেডভূক্ত কোর্স সমূহঃ
১। কম্পিউটার প্রশিক্ষণ কোর্সঃ
ক্রমিক | কোর্স কোড | কোর্সের নাম | ডিউরেশন | কোর্স ফি |
---|---|---|---|---|
১ | ৭৬ | কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (COA) | ৩ ও ৬ মাস | ৩,৫০০.০০ টাকা |
২ | ৭৭ | হার্ডওয়্যার এণ্ড নেটওয়ার্কিং (HAN) | ৬ মাস | ৫,৫০০.০০ টাকা |
৩ | ৭৯ | ড্যাটাসেইস প্রোগ্রামিং (DBP) | ৬ মাস | ৪,৭০০.০০ টাকা |
৪ | ৮১ | গ্রাফিক্স ডিজাইনিং অ্যাণ্ড মাল্টিমিডিয়া (GDM) | ৬ মাস | ৬,৫০০.০০ টাকা |
২। বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স সমূহঃ
ক্রমিক | কোর্স কোড | কোর্সের নাম | ডিউরেশন | কোর্স ফি |
---|---|---|---|---|
১ | ২৯ | ড্রেস মেকিং এণ্ড টেইলারিং (DMT) | ৬ মাস | ২,৫০০.০০ টাকা |
২ | ৩৫ | মোবাইল ফোন সার্ভিসিং (MPS) | ৬ মাস | ৪,৫০০.০০ টাকা |
৩ | ৩৫ | ব্লক বাটিক এণ্ড প্রিন্টিং (BBP) | ৬ মাস | ৩,০০০.০০ টাকা |
গ) ননফরমাল কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমূহঃ
ক্রমিক | কোর্স কোড | কোর্সের নাম | ডিউরেশন | কোর্স ফি |
---|---|---|---|---|
১ | ৪২ | অফিস অটোমেশন সিস্টেমস (OAS) | ৬ মাস | ২,০০০.০০ টাকা |
২ | ৮০ | ডিপ্লোমা ইন হার্ডওয়্যার এণ্ড নেটওয়ার্কিং (DHN) | ১ বছর | ৬,৫০০.০০ টাকা |
——————————————————————————————————————————————————
আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের বৈশিষ্ট্য :
* সুশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ প্রদান।
* সর্বাধুনিক, সুসজ্জিত কম্পিউটার ল্যাব ব্যবস্থাপনা।
* করোনার কারণে জুম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে দূর-প্রশিক্ষণের ব্যবস্থা।
* সুশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ প্রদান।
* সর্বাধুনিক, সুসজ্জিত কম্পিউটার ল্যাব ব্যবস্থাপনা।
* করোনার কারণে জুম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে দূর-প্রশিক্ষণের ব্যবস্থা।
* ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাশ উপস্থাপন।
* সর্বশেষ পিসিজার্নালসহ দুর্লভ পুস্তকসমৃদ্ধ লাইব্রেরী।