About Us

সকাল কম্পিউটারের দৃষ্টিকোণ

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর সেই বিজ্ঞানের বিস্মকর আবিষ্কার কম্পিউটার, যা প্রতিনিয়ত বদলে দিচ্ছে তাবৎ দুনিয়াকে। সেই আলোকিত জগতকে বলা হচ্ছে আইসিটির নতুন ভূবন। বিলাস সামগ্রী নয়, আজ অন্য সবকিছুর মতই কম্পিউটার হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অঙ্গ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর সেই বিজ্ঞানের বিস্মকর আবিষ্কার কম্পিউটার, যা প্রতিনিয়ত বদলে দিচ্ছে তাবৎ দুনিয়াকে। সেই আলোকিত জগতকে বলা হচ্ছে আইসিটির নতুন ভূবন। বিলাস সামগ্রী নয়, আজ অন্য সবকিছুর মতই কম্পিউটার হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অঙ্গ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর সেই বিজ্ঞানের বিস্মকর আবিষ্কার কম্পিউটার, যা প্রতিনিয়ত বদলে দিচ্ছে। তাবৎ দুনিয়াকে।

যাঁদের পরামর্শে আমরা সমৃদ্ধ

আমাদের দলগত অবস্থা

নিত্যানন্দ সরকার

নিত্যানন্দ সরকার

প্রতিষ্ঠাতা ও পরিচালক

পেশায় শিক্ষক, কলেজে রসায়ন পড়ান। উন্মূক্ত বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স ও টেকনোলজিতে পোস্টগ্রাজুয়েক ডিপ্লমা। ড্যাটাবেইস সফটওয়্যার ডেভলপিং ও ওয়েভ ডিজাইনিং নিয়ে গবেষণা করছেন।

প্রকৌশলী শীর্ষেন্দু মল্লিক

প্রকৌশলী শীর্ষেন্দু মল্লিক

সিস্টেস এনালিস্ট

কম্পিউটার সাইন্সে ডিপ্লমাে ইঞ্জিনিয়ার। কলেজে পড়ান। পলিটেকনিক থেকে কম্পিউটার সাইন্স ও টেকনোলজি বিভাগ থেকে ৪ বছরের ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং। ড্যাটাবেইস সিস্টেমস ও নেটওয়ার্কিং নিয়ে কাজ করছেন।

সকাল সরকার

সকাল সরকার

প্রশিক্ষক ও প্রোগ্রামার

বিজ্ঞানের ছাত্র, সরকারি কলেজ। কম্পিউটার কনসার্ন পরিবারেই বড় হয়ে ওঠা এবং ব্যক্তিগত দক্ষতা অর্জন। ড্যাটাবেইস প্রোগ্রামিং-সহ একাধিক শর্ট কোর্স সম্পন্ন। ড্যাটাবেইস প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন ও নেটওয়ার্কিং নিয়ে কাজ করছেন।

তপতী মল্লিক

তপতী মল্লিক

ব্যবস্থাপক

কলা বিভাগে স্নাতক, টেকনিক্যাল স্কুলের
ড্রেস মেকিং ট্রেডের ইন্সট্রাক্টর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষক ও মডারেটর। একাধিক বিষয়ে কম্পিউটার শর্ট কোর্স সম্পন্ন। সকাল কম্পিউটারের বিভিন্ন বিভাগের সমন্বয়ের দায়িত্বে রত।

Login Register